| দুপুর ১২:৫৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় ডাকাতি শেষে ব্যবসায়ীকে অপহরণ

 

মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,

ময়মনসিংহের মুক্তাগাছা শহরের থানার অদূরে স্যানাল বাড়িতে ডাকাতি শেষে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে। থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস’ল পরিদর্শন করেছে।
অভিযোগ, অপহৃতের স্ত্রীর ভাষ্য ও পুলিশ সূত্রে জানাযায় শহরের স্যানাল বাড়ির বাসিন্দা মশলা মিল মালিক মোঃ খলিলুর রহমানের বাসায় সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে ফেলে। পরে লক্ষাধিক নগদ টাকাসহ ও ২ লক্ষাধিক টাকার লুটে নিয়ে যায়। যাবার সময় হাত-পা বেঁধা অবস্থায় ব্যবসায়ী খলিলুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়। মঙ্গলবার অপহৃত খলিলের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তপূর্বক ব্যাবস’া নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:৪৮ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৫