শ্রীবরদীতে জেল হত্যা দিবসে আলোচনা সভা

শ্রীবরদী প্রতিনিধি,৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার: ৩ নভেম্বর মঙ্গলবার জেল হত্যা দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীবরদী শহর শাখা’র উদ্যোগে পৌর শহরের চৌরাস্তা মোড়স্ত শহীদ মিনার মাঠে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী পৌর আ’লীগের সভাপতি ওবায়দুর রহমান চাঁন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নিপীড়িত, নির্যাতিত, মেহনতী মানুষের নেতা মোতাহারুল ইসলাম লিটন। আলোচনা সভায় জাতীয় ৪ নেতার কর্মজীবনের স্মৃতিময় নানা দিক ও জেল হত্যা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ. মতিন, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আ’লীগ নেতা এডভোকেট শাহীদ উল্লাহ শাহি এ.পি.পি, তরুন আ’লীগ নেতা এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, জেলা কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মেরাজ উদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা আনোয়ার পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, তাতিহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক আসাদুল্লাহ আসাদ, আহসান আলী, আবু জাফর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীবরদী শহর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। আলোচনা সভায় উপজেলা আ’লীগ ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপসি’ত ছিলেন।