| রাত ৯:১৫ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাল্টে গেছে আঠারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের চিত্র কমেছে ভুগান্তি বাড়ছে রাজস্ব আয়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাল্টে গেছে ঐহিত্যবাহী প্রাচীন আঠারবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের চিত্র, কমেছে জনসাধারণের ভুগান্তি। ইউনিয়নবাসী পাচ্ছেন তাদের কাঙ্খিত সুযোগ সুবিধা, বাড়ছে সরকারী রাজস্ব আয়।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার ও ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল আহাম্মদ এর সহযোগীতায় ও দিক নির্দেশনায় উপজেলার প্রতিটি ভূমি অফিসে সরকারী রাজস্ব আদায়ের পাশাপাশি বেড়েছে গ্রাহক সুবিধাও।
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানাযায়, আঠারবাড়ি ভূমি অফিসে কর্মরত উপসহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম যোগদানের পর থেকে বদলে গেছে আঠারবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক চিত্র, বেড়েছে সরকারী রাজস্ব আয়। ইউনিয়ন বাসী অভিজ্ঞ উপসহকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে পেয়ে নাম জারী, জমা খারিজ ও খাজনা পরিশোধ সহ সরকারী বিভিন্ন কাজে সর্বপরি সহযোগীতা পাচ্ছেন।
এ ব্যপারে শফিকুল ইসলাম এর সহিত যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারী রাজস্ব আদায় শত ভাগ, দালাল ও দূর্নীতি মুক্ত উক্ত ইউনিয়ন ভূমি অফিস। তাছাড়া ময়মনসিংহ জেলার মধ্যে সর্ব বৃহৎ বাজার হচ্ছে রায় বাজার। উক্ত বাজারে দখল হয়ে যাওয়া সরকারী খাস ভূমি অবৈধ দখল মুক্ত করনের ব্যবস্থা ভূমি হীনদেরকে সরকারী খাস ভূমি দানের যথাযথ প্রক্রিয়া কাজ করে যাচ্ছেন তিনি। তাছাড়া ২০১৫ অর্থ বছরের পূর্বে ডি,সি আর ফি ছিল ২৪৫ টাকা, তা বৃদ্ধি করে করা হয়েছে ১১৫০ টাকা। বকেয়া খাজনা আদায় সহ বিবিধ কারনে নাম জারী ও জমা খারিজের ক্ষেত্রে আর্থিক ব্যয় বৃদ্ধি পেয়েছে।
এব্যপারে আঠারবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউঃপি সদস্য হাবিবুর রহমান, আব্দুর রেজ্জাক, সংরক্ষিত মহিলা সদস্যা মিনা, প্রাক্তন ইউঃপি চেয়ারম্যান আমিনূল ইসলাম খান মনি, আঠারবাড়ী ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিপুল কুমার সরকার জানান, বর্তমান উপসহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম স্বচ্ছতার সহিত কাজ করে যাওয়ায় ইউনিয়নবাসী সুযোগ সুবিধা পাচ্ছে। ##

সর্বশেষ আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৫