| দুপুর ১:৪৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ে খাদ্যে বিষ ও ভেজাল বিরোধী সচেতনতা মূলক সভা

অনলাইন ডেস্ক, ২ নভেম্বর ২০১৫, সোমবার,
‘আমরা সুস’ থাকার জন্য, বেচেঁ থাকার জন্য খাই। কিন্ত নিজেদের অজান্তেই অনেক খাবার থেকে আমরা বিষ খাচ্ছি। এসব বিষে আমরা ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হচ্ছি। এমন খাবার সর্ম্পকে আমাদের সচেতন হতে হবে। সচেতন হয়ে রোগ বালাই থেকে নিজেকে রক্ষা করতে হবে’।  সোমবার দুপুরে ময়মনসিংহ শহরের গোহাইল কান্দি উচ্চ বিদ্যালয়ে খাদ্যে ভেজাল ও বিষ বিরোধী এক সচেতনতা মূলক সভায় বক্তারা এ কথা গুলো বলেন। কালের কন্ঠ ‘শুভ সংঘ’ ও ‘আমরা হাতে গোনা কয়েকজন ময়মনসিংহবাসী’ সংগঠন যৌথ ভাবে এ সভার আয়োজন করে। সভা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুল কর্র্তপক্ষ। সভায় সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক খালেদুজ্জামান জামান। আলোচনা করেন সাংবাদিক নিয়ামুল কবীর সজল, প্রধান অতিথি ছিলেন স্কুলের সাবেক প্রধান শিড়্গক ও শিক্ষক নেতা খন্দকার সুলতান আহাম্মদ, উপসি’ত ছিলেন স্কুলের আইসিটি শিক্ষক শফিকুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান সেলিম প্রমুখ। সভায় স্কুলের ৯ম এবং ৭ম শ্রেণীর প্রায় ২ শত শিক্ষার্থী অংশ নেয়।
খাদ্যে বিষ ও ভেজালের ওপর আলোচনা করতে গিয়ে সাংবাদিক নিয়ামুল কবীর সজল বলেন, আমাদের চারপাশে নানা বাহারী খাবার। এসব খাবার খাওয়ার আগে আমরা এগুলো সর্ম্পকে ভাল ভাবে খোজঁ খবর নেই না। এর অনেক গুলো উৎপাদন হয় অস্বাস’্যকর ও নোংরা পরিবেশে। অনেক কৃষিজ পণ্যে দেয়া হয় মাত্রাতিরিক্ত কীটনাশক। ফাস্ট ফুডের নামে আমরা খাচ্ছি জাংক ফুড। এসব খাবার খেয়ে আমরা নীরবে জটিল রোগে আক্রান্ত হচ্ছি।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক খালেদুজ্জামান জামান বলেন, ছেলেমেয়েরা অনেক কিছুই জানে না। তাদের সচেতন করে তোলা আমাদের সকলের দায়িত্ব। তিনি এমন আয়োজনের জন্য সভার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন তার স্কুল সকল সচেতনতামূলক কাজে সর্বতো ভাবে অংশ নিবে।
স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা খন্দকার সুলতান আহাম্মদ বলেন, শহরের অন্যান্য স্কুল কলেজ গুলোর মতো শহরতলীর এ স্কুলেও এমন একটা সচেতনতামূলক সভার আয়োজন হওয়ায় তিনি আনন্দিত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমার আগামী দিনের ভবিষ্যত। তোমাদের সুস’ থাকতে হবে। ভাল থাকতে হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫