| সকাল ১১:৪১ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পৌর বিএনপি’র যুগ্মআহবায়ক আনিছ কারাগারেঃনিন্দা ও প্রতিবাদ

গৌরীপুর প্রতিনিধি ঃ

দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গৌরীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক আলী আকবর আনিছকে কারাগারে পাঠিছেন আদালত। রোববার দ্রুত বিচার আদালতের বিচারক আহসান হাবিব এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য যে, রামগোপালপুরে একটি মারামারির ঘটনায় গত ৭ জুন পৌর সভার নতুন বাজার এলাকার আবুল মিয়ার ছেলে রজব আলী বাদী ১৪ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে এই মামলাটি দায়ের করে।

নিন্দা ও প্রতিবাদঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিস ও পৌর যুবদলের সাবেক সভাপতি রমজান হোসেন খান জুয়েলকে জেল হাজতে প্রেরনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ ও গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক বেগ ফারুক আহাম্মেদ, উত্তর জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা। তারা পৃথক পৃথক লিখিত বিবৃতিতে উক্ত ষড়যন্ত্র মুলক মিথ্যা ও বানোয়াট মামলায় তাদের জেল হাজতে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃর্শত মুক্তি দাবী করেন ।

সর্বশেষ আপডেটঃ ৮:৫০ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫