| সকাল ১১:১৮ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ত্রিশাল প্রতিনিধি, ২ নভেম্বর ২০১৫, সোমবারঃ  ময়মনসিংহের ত্রিশালে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে উপজেলার বইলর নামকস্থানে মোটরসাইকেল ট্রাক মুখমোখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহা সড়কের বইলর নামকস্থানে ট্রাক মোটরসাইকেল মুখমোখি সংঘর্ষে উপজেলার কাঠাঁল ইউনিয়নের সিংরাইল গ্রামের হারুন কাজী (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫