ধোবাউড়ায় পুকুরের পানি উত্তোলন করল প্রতিপক্ষ,মৃতের আশংকায় প্রায় ১ লক্ষ টাকার মাছ
ধোবাউড়া প্রতিনিধি,২ নভেম্বর ২০১৫, সোমবারঃ ধোবাউড়া উপজেলার দর্শা গ্রামের মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনের পুকুর থেকে প্রতিহিংসা মূলকভাবে পানি উত্তোলন করে নিয়েছে একই গ্রামের হাজী আঃ হামিদের ছেলে শরাফ উদ্দিন (২৫) সহ আরও কয়েকজনে। এ ঘটনায় দুই পক্ষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষ লাগতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায় মোশারফ হোসেন বাড়িতে না থাকাকালীন পুকুর থেকে সেলু মেশিন দিয়ে পানি উত্তোলন করে নেয় শরাফ উদ্দিন। এতে মৃতের আশংকায় আছে প্রায় ১ লক্ষ টাকা মাছ। ইতোমধ্যে কিছু মাছ মারা গেছে বলে জানা যায়। বিষয়টি সমাধানের লক্ষে স্থানীয় গন্যমান্যদের নিয়ে আলোচনায় বসলেও সমাধান হয়নি। তাই দুপক্ষের মাঝে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।