| দুপুর ১২:১৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মদনে ইভটিজিংয়ের অপরাধে ২ বখাটের জেল

 

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : ২ নভেম্বর ২০১৫, সোমবার,

নেত্রকোণা মদন উপজেলায় সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খুরশীদ শাহরিয়র ইভটিজিংয়ের অপরাধে ২ বখাটেকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল দেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার জাহাঙ্গীরপুর টি.আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে কেশজানি বিদ্যা নিকেতনের ছাত্রীরা জেএসসি পরীক্ষার শেষে কেন্দ্র থেকে বাহির হওয়ার সময় বিদ্যালয়ের গেইটে মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও করার সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবু সাঈদ বাধাঁ প্রদান করলে বখাটেরা উত্তেজিত হয়ে তাকেও তারা লাঞ্চিত করে। আবু সাঈদ এ ব্যাপারে ৫ বখাটের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেন।
পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে ঘাটুয়া গ্রামের ফারম্নক মিয়ার ছেলে নরশাদ (১৯), চানগাঁও চকপাড়া গ্রামের তাজ মিয়ার ছেলে সুজাতকে (১৮) গ্রেফতার করে।
সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ বখাটেকে ৭ দিনের জেল দেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৮ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫