| দুপুর ১২:০৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তাগাছায় জোরপূর্বক জমি দখলের হুমকি থানায় অভিযোগ

মুক্তাগাছা  প্রতিনিধি,২ নভেম্বর ২০১৫, সোমবারঃ  মুক্তাগাছা কাটবওলা এলাকায় ক্রয়কৃত জমি জবর দখল করার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, কাটবওলা গ্রামের মৃত আজম আলীর পুত্র আব্বাছ আলী কাটবওলা মৌজায় ১১ শতাশং জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিল যার সাবেক দাগ নং- ১৩৯, হাল দাগ নং- ৬৫২। সম্প্রতি উক্ত জমি স্থানীয় আবু তালেব ও মহিবুর রহমান গংরা জবর দখল করার পায়তারা করে আসছিল। গতকাল সোমবার সকালে তালেব আলী গংরা দাঙ্গা হাঙ্গামা করে হলেও উক্ত সম্পত্তি দখল করবে বলে হুমকি প্রদান করে। নিরীহ আব্বাছ আলী এ ব্যাপারে মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৩ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫