বাজিতপুরে মোবারক হত্যাঃ পুলিশ হেফাজতে ২

বাজিতপুর সংবাদদাতা, ২ নভেম্বর ২০১৫, সোমবারঃ কিশোরগঞ্জের বাজিতপুর পিরিজপুর ইউনিয়নের গোথালিয়া গ্রামে গত ১১দিন আগে (২৩ অক্টোবর) মৃত্তিকা প্রতিবন্ধি ফাউন্ডেশনের জায়গার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে মোজাম্মেল হক ভূঁইয়া ও বাদল ভূঁইয়ার লোকজনদের মাঝে তর্কবির্তকের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনায় মোবারক হোসেন ভূঁইয়া সহ উভয় পক্ষের ৮জন আহত হয়। মোবারক হোসেন ভূঁইয়া কে ভাগলপুর নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় পুলিশ বাদল ভূঁইয়া কে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের হেফাজতে রেখেছে। একই সঙ্গে আশঙ্খা জনক স্বীকৃত ভূঁইয়া কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ গত রবিবার রাতে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। তাকেও পুলিশ হেফাজতে রেখে গ্রেপ্তার দেখানো হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানাগেছে, ৫১ নং গোথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় মৃক্তিকা ফাউন্ডেশনের জায়গা নিয়ে উভয় পক্ষের আদালতে মামলা চলে আসছিল। ওই দিন এডভোকেট মোজাম্মেল হক ভূঁইয়া তার লোকজন নিয়ে মৃত্তিকা ফাউন্ডেশনের জায়গার মধ্যে ঘর তুলছিলেন। এই ঘটনায় বাদল ভূঁইয়া ও তার লোকজন বাধা প্রধান করলে উভয় পক্ষের ৮ জন আহত হয়। নয়ন ভূঁইয়ার স্ত্রী রনী আক্তার গতকাল সোমবার দুপুরে জানান, মৃত্তিকা ফাউন্ডেশনের জায়গা নিয়ে কয়েকবছর ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল। ওই সময় বাদল ভূঁইয়া ও তার স্বামী নয়ন ভূঁইয়া বাধা প্রধান করিলে তাদের কে ব্যাপক মারধর করে মোজাম্মেল হক ভূঁইয়ার লোকজন। এরই জেরে বাদল ভূঁইয়ার লোকজনের আক্রমণে মোজাম্মেল হক ভূঁইয়া সহ অন্তত ৪জন আহত হয়। এই খবর শুনে একদল দূবৃত্ত আফজল ভূঁইয়া ও বাদল ভূঁইয়ার বাড়িঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে কে বা কাহারা। মামলার বাদী রনি আক্তার আরও জানান তার স্বামীর পুকুর থেকে প্রতিপক্ষের লোকজন প্রতিদিন জালদিয়ে ১০-১২হাজার টাকা মাছ লুটে নিচ্ছে এবং তার বাসুর বাদল ভূঁইয়ার মুরগির ফার্ম এই পর্যন্ত প্রতিপক্ষের লোকজন ২০-২৫ হাজার টাকার ডিম বিক্রি করে দিয়েছে। এই ব্যাপারে নয়ন ভূঁইয়া ও তার লোকজনের মামলাটি ১১দিন পার হয়ে গেলেও বাজিতপুর থানার পুলিশ মামলা নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। রনি ভূঁইয়া বাদী হয়ে ২নং জুডিশিয়াল ম্যার্জিষ্ট্রেট আদালত কিশোরগঞ্জের মোজাম্মেল হক ভূঁইয়া, মুজাফ্ফর হক ভূঁইয়া, মোশারফ ভূঁইয়া, জিল্লি রহমান সহ ৩২ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।