| দুপুর ১২:৪৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী সীমান্তে গুলিবিদ্ধ বন্যহাতির মৃত্যু

শ্রীবরদী প্রতিনিধি,২ নভেম্বর ২০১৫, সোমবারঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী হারিয়াকোনা সীমান্তে গত রোববার দুপুরে এক গুলিবিদ্ধ বন্য হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী জানায় রোববার দুপুরে এক গুলিবিদ্ধ বন্য হাতি হারিয়াকোনা গ্রামের আগুপাড়া নামক পাহাড়ি টিলার একটি গর্তে পড়ে মারা যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গুলিবিদ্ধ হওয়ায় হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাঞ্জল এম সাংমা বলেন, মৃত হাতিটির গায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে বন বিভাগের পক্ষ থেকে ময়না তদন্ত শেষে হাতিটিকে ঘনাস্থলেই মাটিচাপা দেওয়া হয়। এ প্রসঙ্গে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তদের গুলিতেই হাতিটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে ময়না তদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৭:০৫ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০১৫