| দুপুর ১২:২১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তগাছায় বিএডিসি গভীর নলকূপ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১ নভেম্বর ২০১৫, রবিবার,

মুক্তাগাছায় বিএডিসি গভীর নলকূপ ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ১৯৭৪ সালে মুক্তাগাছার মহেষপুর গ্রামে বিএডিসি কর্তৃক ৫৯নং গভীর নলকূপটি স্থাপন করা হয়। ভাড়ায় পরিশোধের মাধ্যমে গভীর নলকূপটি পরিচালিত হয়ে আসছিল। নলকূপটি পাহাড়ী অঞ্চল ও বেলে মাটি এলাকায় স্থাপন হওয়ায় কৃষি জমি আবাদ করা খুবই কষ্টসাধ্য ও ব্যয় বহুল হওয়ায় সেচ কার্য পরিচালনায় ব্যাঘাত ঘটে। যার দরুণ ভাড়া পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। গভীর নলকূপ আওতাভুক্ত কৃষকদের শত প্রতিকূলতার মধ্যেও সাবেক ম্যানেজার মুনত্মাজ উদ্দিন নিজে ভাড়ার টাকা পরিশোধ করে আসছিলেন। তিনি গভীর নলকূপটি সেচের আওতায় আনার জন্য ৬০০ ফুট ড্রেন নির্মাণের আবেদন করেন। তিনি মারা যাওয়ার পর অতি গোপনে স্থানীয় হাতেম আলী গং নামে একটি চক্র মুক্তাগাছার বিএডিসি অফিসের অবসর প্রাপ্ত ম্যাকানিকস্‌ আঃ ছাত্তার এর যোগ সাজসে পুরাতন অধিকাংশ সদস্যদের বাদ দিয়ে টাকার বিনিময়ে নতুন করে কমিটি করে। বিষয়টি জানার পর প্রতিষ্ঠাকালীন সদস্যরা উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী বিএডিসি সেচ বরাবরে অভিযোগ করেন। এ ব্যাপারে সংশিস্নষ্ট কর্তৃপড়্গ স’ানীয়ভাবে কৃষকদের মাঝে বিরোধ নিষ্পত্তির লড়্গে জরম্নরী হস্তক্ষেপ প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

সর্বশেষ আপডেটঃ ১০:২১ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৫