| দুপুর ১:৩০ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রকাশক দীপন হত্যা পাকুন্দিয়ায় নিজ এলাকাবাসীর মানববন্ধন, বিক্ষোভ

 

পাকুন্দিয়া প্রতিনিধি : ১ নভেম্বর ২০১৫, রবিবার,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ফজলুল হকের একমাত্র ছেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে (আজ) রোববার বিকেলে নিজ এলাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইটের সম্মুখে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন বর্মন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশিদ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসদর বাজার শেষে ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৫