| দুপুর ১:২৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে পাথর দেখিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১ নভেম্বর ২০১৫, রবিবার,
কিশোরগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর পরই এক নারী প্রতারণার শিকার হয়ে আড়াই লাখ টাকা খুঁইয়েছেন। রোববার দুপুরে শহরের ব্যসত্মতম বড়বাজার এলাকার প্রধান সড়কে হোসনা আক্তার নামের ওই নারীর হাতে পাথর ধরিয়ে দিয়ে তার কাছ থেকে কৌশলে এই টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। প্রতারিত নারী হোসনা আক্তার (৩৭) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাথিয়া এলাকার হাজী আব্দুর রহমানের মেয়ে।
পুলিশ ও সংশিস্নষ্ট সূত্র জানায়, দুপুরে ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে হোসনা আড়াই লাখ টাকা উত্তোলন করে বাড়িতে যাওয়ার জন্য সড়কধরে হাঁটছিলেন। কিছুদূর এগিয়ে হোটেল ক্যাসেল সালামের কাছে পৌঁছুতেই এক ব্যক্তি এগিয়ে এসে তার হাতে একটি পাথর ধরিয়ে দিয়ে সেটি পরখ করার কথা বলেন। এ সময় কৌশলে হোসনার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় প্রতারক। টাকার ব্যাগটি নিয়ে প্রতারক পালিয়ে যাওয়ার সময় টাকা ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে হোসনা চিৎকার-চেঁচামেচি শুরম্ন করলে লোকজন জড়ো হয়। তবে এর আগেই প্রতারক পালিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে। এ অভিনব প্রতারণার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলেও ওসি জানান।

সর্বশেষ আপডেটঃ ৫:৪৪ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৫