| দুপুর ১:১২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অ্যাডভোকেট আনিসুর রহমান খানের ৮২তম জন্ম বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, ১ নভেম্বর ২০১৫, রবিবার,

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খানের ৮২তম জন্ম বার্ষিকী  রবিবার পালিত হয়েছে।
বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খানের ৮২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে  রবিবার সকালে তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা নাগরিক আন্দোলন নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আনিসুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কেক কাটা হয়।
গুণী ও বরেণ্য আইনজীবীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে জন্ম বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এএইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার নূরম্নল আমীন কালাম, অ্যাডভোকেট এমদাদুল হক মিলস্নাত, আব্দুর রব, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট নজরম্নল ইসলাম চুন্ন, কাজী আজাদ জাহান শামীম, ড. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ফয়জুর রহমান ফয়েজ, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, মনিরা বেগম অনু, অধ্যাপক মফিজুন নূর খোকা ও সাংবাদিক নজরম্নল ইসলাম প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৫ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৫