| সকাল ১১:৩৮ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে জাতীয় যুব দিবস ২০১৫ পালিত

স্টাফ রিপোর্টার | ১ নভেম্বর ২০১৫, রবিবার,
‘জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০১৫।
রোববার দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এবং বিভিন্ন যুব সংগঠন এবং এনজিও সমুহের সহযোগিতায় শহরের টাউনহল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ভবন প্রঙ্গনে এসে শেষ হয়।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ প্রমুখ।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ পরিচালক রফিকুল হক, সহকারী পরিচালক জোয়াহের আলী মিয়া, খন্দকার মোঃ আবু সাইদ উপসি’ত ছিলেন।
র‌্যালি শেষে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভায় যুব ঝৃণের চেক, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:৩১ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৫