| সকাল ৯:৪৭ - সোমবার - ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নাশকতার গোপন বৈঠক করার সময় ময়মনসিংহে বিএনপি-জামায়াত শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

শাহ আলম উজ্জ্বল:  সরকারি বিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করার সময় ময়মনসিংহে বিএনপি-জামায়াত শিবিরের ৭ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান গতরাতে শহরের বলাশপুরে ডাঃ এ.এম.জামানের বাসায় গোপন বৈঠক করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল হক মফিজ সঙ্গীয় পুলিশ নিয়ে বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র বিশ্ববিদ্যালয় শিবিরের সমস্য গোলাম রব্বানী রোমান(২৪) ভেটেনারি অনুষদের শেষ বর্ষের ছাত্র বাদল আশরাফ(২৪) তার বাড়ি গ্রামে,ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার অর্থ সম্পাদক মোশাররফ হোসেন(২৮) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রোমানের বাড়ি রংপুরের মিঠপিুর উপজেলার চিথলী,আশরাফের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদেনী সাগর এবং মোশাররফের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়াও মুক্তাগাছা থানা পুলিশ নাশকতার অভিযোগে পৌর জামায়াতের আমীর আফতাব উদ্দিন (৪৭),ধোবাউড়া শিবিরের সদস্য রতন মিয়া(২৮),গৌরীপুর উপজেলার বোকাই নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি শরীফ(৪০) ও ত্রিশাল উপজেলা ছাত্রদলের সদস্য কাউসারকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২:৫৪ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০১৫