অভিজিতের আরেক প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা : টুটুলসহ ৩ জনকে কুপিয়ে আহত

অনলাইন ডেস্ক | ৩১ অক্টোবর ২০১৫, শনিবার,
রাজধানীর আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্তাধিকারী। তিনি ব্লগার অভিজিৎ ভট্টাচার্যের বইয়ের প্রকাশক।
দুর্বৃত্তরা দীপনের গলা ও মাথায় চাপাতি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা প্রথমে স্কয়ার হাসপাতাল ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীপন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রবেশ করে দুর্বৃত্তরা দীপনের ওপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে নির্বিঘে চলে যায়।
এর আগে দুপুরে শুদ্ধসর প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
ব্লগার মাহমুদুল হক মুন্সী বাঁধন জানিয়েছেন, আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দীপনের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা হয়।
গত ফেব্রুয়ারিতে টিএসসিতে সন্ত্রাসী হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিত রায়ের ‘বিশ্বাসের ভাইরাস’ বইটি প্রকাশ করেছিল জাগৃতি প্রকাশনী।
এর আগে দুপুর আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
টুটুলের সাথে থাকা তারেক রহিম ও রণদীপম বসুকেও কোপানো হয়। টুটুল ও রহিমের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা জানিয়েছেন।
অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই বের করেছে শুদ্ধস্বর।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে কথা বলেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেন, দেশের মানুষের যে কোন নিরাপত্তা নেই আজকের ঘটনাগুলোর মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে। এ সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এ ঘটনার প্রতিবাদে মঞ্চের পক্ষ থেকে কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।