| দুপুর ২:০৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে বৃহত্তর ময়মনসিংহ লেখক-সাংবাদিক ফাউন্ডেশন এর সাহিত্য আড্ডা

স্টাফ রিপোর্টার | ৩১ অক্টোবর ২০১৫, শনিবার,

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কার্যালয়ে শনিবার বৃহত্তর ময়মনসিংহ লেখক-সাংবাদিক ফাউন্ডেশন, জেলা কমিটির উদ্যোগে আনোয়ারা সুলতানার সভাপতিত্বে আয়োজিত সাহিত্য আড্ডায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠানের পরিদর্শন বিভাগের উপপরিচালক কবি, লেখক, সাহিত্যিক মোঃ হামিদুল আলম (সখা)। সাহিত্য আড্ডায় জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান, সধারণ সম্পাদক ইঞ্জি: আবুল কালামসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলার কবি, লেখক, সাহিত্যিকবৃন্দ অংশ গ্রহণ করেন। কেন্দ্রীয় সভাপতি সাহিত্য আড্ডায় অংশগ্রহণকারীদের মাঝে নিজের লেখা ও প্রকাশিত বই উপহার প্রদান করেন।

 

সর্বশেষ আপডেটঃ ৮:৩৭ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০১৫