চরাঞ্চলের ৫টি ইউনিয়নকে সিটি করপোরেশন করার দাবিতে শম্ভুগঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০১৫, শনিবারঃ চরাঞ্চলের কোন রকম বিভাজন মানিনা-মানবোনা এই স্লোগানকে সামনে রেখে, ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ৫টি ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে পাচঁ ইউনিয়নের এলাকাবাসী। গতকাল ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় শহরতলির শম্ভুগঞ্জ বাজারে পাচঁ ইউনিয়নের হাজার হাজার মানুষ নিয়ে শম্ভুগঞ্জ আলোকিত সমাজের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ৫টি ইউনিয়নকে নিয়ে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার ঘোষণা করার দাবি জানান। এ সময় ৬নং চরঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়াম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়াম্যান ফয়জুর রহমান ফকির, শম্ভুগঞ্জ জে.কে.পি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সিরাজুল ইসলাম সিরাজ, ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়নের চেয়াম্যান নূর মোহাম্মদ মীর, কবি আশরাফ মীর, ৫নং চরসিরতা ইউনিয়নের চেয়াম্যান বকুল মিয়া প্রমুখ। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সদর উপজেলার চরনিলক্ষীয়া, চরঈশ্বরদিয়া, চরসিরতা, পরানগঞ্জ, ও বোরোরচর ইউনিয়ন অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। অবিলম্বে ৫টি ইউনিয়ন নিয়ে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবী না মানলে কঠোর আন্দোলনের ডাক দেয় হবে বলে জানান বক্তারা। মানববন্ধনে চরাঞ্চলের হাজার হাজার মানুষ অংশ নেন।