নিকলীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত মিঠু সভাপতি রতন সম্পাদক
কিশোরগঞ্জ প্রতিনিধি, ৩১ অক্টোবর ২০১৫, শনিবার,
কিশোরগঞ্জের নিকলীতে অ্যাডভোকেট মো. বদরম্নল মোমেন মিঠুকে সভাপতি এবং মো. আবু সাঈদ রতনকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের নবগঠিত এই কমিটিতে ডা. কফিল উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, তাপস সাহা অপুকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং এখলাছুর রহমান দুলালকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া অধ্যাপক আব্দুর রাশিদকে প্রধান করে ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ফজলুর রহমান এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম নবগঠিত এই কমিটির অনুমোদন দিয়েছেন। এর আগে গত পহেলা জানুয়ারি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বদরম্নল মোমেন মিঠুকে আহ্বায়ক করে ১১১ সদস্য বিশিষ্ট উপজেলার আহ্বায়ক কমিটি ছাড়াও ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
অ্যাডভোকেট মো. বদরম্নল মোমেন মিঠু জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নির্দেশে জেলা বিএনপি নবগঠিত উপজেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে উপজেলা বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলেও তিনি মনত্মব্য করেন।