কুলিয়ারচরে বারডেম অনুমোদিত ডায়াবেটিক সেন্টার উদ্বোধন
মহি উদ্দিন লিটন বাজিতপুর সংবাদদাতা ঃ
“ডায়াবেটিক স্বাস’্য সেবা আপনার দোড়গোড়ায়, আসুন সবাই মিলে ডায়াবেটিক প্রতিরোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রথম কিশোরগঞ্জের কুলিয়ারচরে আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বারডেম) কর্তৃক অনুমোদিত ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার কুলিয়ারচর বাজারে আল-রাজ্জাক ডিজিটাল হাসপাতালে অনুষ্ঠিত ডায়াবেটিক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বারডেম) ঢাকা’র এডিশনাল কো-অর্ডিনেটর ই.ডি.সি. প্রফেসর ডা. হাসান আলী চৌধুরী। এ সময় উপজেলা স্বাস’্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. ইমতিয়াজ বিন মুছা (জিসান), সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ, বারডেম হাসপাতালের পাবলিক রিলেশন ই.ডি.সি প্রকল্পের ডেপুটি চীফ মো. এহসানুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান, আল রাজ্জাক ডিজিটাল হাসপাতালের ব্যবস’াপনা পরিচালক মোঃ আবুল হাশেম, সাপ্তাহিক দিনের গান পত্রিকার সম্পাদক সোহেল সাশ্রম্ন, বার্তা সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, সহ-সভাপতি মোঃ নাদিম, মহিলা বিষয়ক সম্পাদিকা শরীফুন্নেছা শুভ্রা, উপজেলা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ারম্নল হক আমান, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাস, হোমিও চিকিৎসক ডাঃ হান্নান শাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমান উলস্নাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরম্নতে হাসপাতালের পড়্গ থেকে অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল রাজ্জাক ডিজিটাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. সাইফুল ইসলাম। আল রাজ্জাক ডিজিটাল হাসপাতালের ব্যবস’াপনা পরিচালক আবুল হাশেম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বারডেম) কর্তৃক সরবরাহকৃত ডায়াবেটিক বই প্রদানের মাধ্যমে বারমেড থেকে উচ্চতর প্রশিড়্গণপ্রাপ্ত ও বারডেম স্বীকৃত ডাক্তার দ্বারা এ হাসপাতালে সর্বাধুনিক ও উন্নত চিকিৎসা দেয়া হবে। কুলিয়ারচর উপজেলায় এই প্রথম ডায়াবেটিক সেন্টার প্রতিষ্ঠিত হওয়ায় এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ আর দূর দূরানত্ম গিয়ে ডায়াবেটিক রোগের চিকিৎসা নিতে হবে না। এই হাসপাতালেই অল্প খরচে ডায়াবেটিক রোগের পরীড়্গা নিরীড়্গাসহ চিকিৎসা দেয়া হবে। অনুষ্ঠান পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএএম সাদেক।