নজরুল সেনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি,ই,এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার: ৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার,
বাংলাদেশ নজরুল সেনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি,ই,এম ফারম্নকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। বাংলাদেশ নজরম্নল সেনা ময়মনসিংহের শ্যামাচরণ রায় রোড বাইলেন কেন্দ্রীয় নজরম্নল সেনা প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচীর মাঝে সকালে প্রয়াত ফারম্নককে রম্নহের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, শোক র্যালী, মরহুমের কবর জিয়ারত, বিকেলে স্মরণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পালক করেছে নজরম্নল সেনার নেতৃবৃন্দরা। এ সময় শেখ সাহাবুদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহম্মেদ, শহর জাতীয় পার্টির আহবায়ক মোশারফ হোসেন, মাহাবুব হোসেন সেলিম, জাহিদ হাসনাত বুলবুল, সেলিম হোসেন, আলমগীর বাবু, ইয়ামিন, তপন, রাফিউল আলম, খোকন, মোসত্মফা, রবিউল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা আবুল হাসান মুক্তাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপসি’ত ছিলেন।