| সকাল ১১:৩৯ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে দাবা প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ভায়াডাঙ্গায় গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন “ভায়াডাঙ্গা আলোর সন্ধান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দাবা প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর ভায়াডাঙ্গা বাজার আলমগীর মার্কেটে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। খেলার শুভ উদ্বোধন করেন প্রয়াত সংসদ সদস্য এম.এ.বারী’র পুত্র ও আ’লীগ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল। এসময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন-আ’লীগ নেতা এম.এ. মোনায়েম, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা খন্দকার আমান উল্লাহ প্রমুখ। মাসব্যাপী দাবা খেলার অংশ হিসেবে চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন-মুকন আহম্মেদ, ২য় পুরস্কার গ্রহণ করেন মাহবুবুর রহমান ফারুক কে পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:০৯ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০১৫