ধোবাউড়ায় অস্ত্রসহ কথিত মানবাধিকার কর্মীসহ গ্রেফতার- ২
ধোবাউড়া প্রতিনিধি ঃ ২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,
ধোবাউড়ায় দেশীয় অস্ত্রসহ কথিত মানবাধিকার কর্মীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন উপজেলার গোয়াতলা ইউনিয়নের পাতালগাঁও গ্রামের কথিত মানবাধিকার কর্মী আব্দুর রাজ্জাক(৫০) ও দুলাল মিয়া(৩৫)। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় কিছুদিন পূর্বে পাতালগাঁও গ্রামের জজমিয়া,রম্নবেল এবং দুলাল মিয়ার মাঝে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের মামলা হয়। বৃহস্পতিবার রাতে মামলার আসামী আব্দুর রাজ্জাক ও দুলালকে গ্রেফতারের উদ্ধেশ্যে পাতালগাঁও যায় ধোবাউড়া থানা পুলিশ। এসময় পাতালগাঁও চৌরাসত্মা থেকে তাদের সাথে থাকা একটি চাপাতি, চুরা, এবং চাকুসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এসআই সাদির বলেন তাদের বিরম্নদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। উলেস্নখ্য যে আব্দুর রাজ্জাক এলাকায় নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছিল।