| সকাল ১১:৩৮ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ধোবাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন

ধোবাউড়া প্রতিনিধি ঃ স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার,
যৌতুকের দাবিতে প্রতিদিনই গৃহবধুকে নির্যাতন করে আসছে। বিয়ের প্রায় ৪ বছর ধরে সয়ে আসছে নির্যাতন। অবশেষে অসুস’্য হয়ে নির্যাতন সইতে না পেরে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধু। ঐ গৃহবধু ধোবাউড়া উপজেলার গলপাড়া গ্রামের জাহের আলীর মেয়ে আছিয়া খাতুন(২২)। গৃহবধুর পরিবার সূত্রে জানা যায় ৪ বছর আগে উপজেলার দর্শা মাইজপাড়া গ্রামের আঃ বারির ছেলে সাইদুল ইসলাম এর সাথে আছিয়ার বিয়ে হয়। তাদের একটি ৩ বছরের পুত্র সন্তানও রয়েছে। এলাকাবাসী ও গৃহবধু আছিয়া জানান বিয়ের পর সাইদুল ইসলামকে ১ লড়্গ টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়। কিন্ত তারপরও দীর্ঘদিন ধরে ঐ গৃহবধুকে যৌতুকের জন্য সাইদুল ইসলাম, তার বড় ভাই, বোন এবং শাশুড়ি শারিরিকভাবে নির্যাতন করে আসছে। ঝাড়- দিয়ে আঘাত, পেটে লাতিসহ শরিরের বিভিন্ন জায়গায় ক্ষত করা হয়েছে। বিষয়টি গ্রাম্য শালিশের মাধ্যমে একবার সাইদুল ইসলামকে সর্তক করে দেওয়া হয়েছে। কিন’ থেমে নেই নির্যাতন। অবশেষে নির্যাতন সইতে না পেরে অসুস’্য অবস’ায় পালিয়ে যায় আছিয়া। বর্তমানে তার বাবার বাড়িতে রয়েছে। এ বিষয়টি সুষ্ট বিচার দাবি করেছেন এলাকাবাসী ও আছিয়ার পরিবার।

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০১৫