তারাকান্দাকে আধুনিক ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে-শরীফ আহমেদ এম.পি
রফিক বিশ্বাসঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা নিয়োগদান সহ উপজেলাবাসীর দ্বারপ্রান্তে সরকারের সুফল সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে তারাকান্দাকে আধুনিক ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। গতকাল বৃহস্পতিবার তারাকান্দা উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অথিতির বক্তবে শরীফ আহমেদ এম পি এ কথা বলেন। তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন মনি তালুকদার, উপজেলা প্রকৌশলী(অঃদাঃ) মোঃ শাহনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. হায়াত মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা পরিমল কুমার পাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল করিম, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা, ইউপি চেয়ারম্যান শামছুল আলম, আব্দুল জব্বার সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ নের্তৃবৃন্দ। মাসিক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জনবল ও আসবাবপত্র সংকট সহ বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষন করেন। প্রধান অতিথি এ ব্যাপারে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে তারাকান্দাকে আধুনিক ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলার চেষ্টা চালিয়ে প্রতিশ্রুতি দেন।