শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে দু’দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।২৮ অক্টোবর বুধবার কর্মশালার উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কৃষিবিদ মো. আসাদুজ্জামান।
সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, প্রকল্প কর্মকর্তা প্রভুদান সাওজাল, সুজিত বনোয়ারী, দিলীপ চিরান প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে মো. আসাদুজ্জামান বলেন, দুর্যোগ প্রস’তি, ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্যে ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ওয়ার্ল্ড ভিশনের সকল উন্নয়ন কর্মকান্ড আপনার পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার শিশুদের জীবনের পরিপূর্ণতা দানের জন্যে। কাজেই শিশুরা যাতে দুর্যোগ ও বিপদ নয়, নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে সে লক্ষ্যে আমাদের সবাইকে নিরলস কাজ করে যেতে হবে।
কর্মশালায় স্বেচ্ছাসেবক ও সমাজভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।