২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা কর্মচারিদের ৬ দফা দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন
আনছারুল হক রাসেল ঃ ২৮ অক্টোবর ২০১৫, বুধবার,
৬ দাফা দাবি আদায়ের লক্ষ্যে ২৬ ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস কর্মকর্তা কর্মচারিদের সম্বনয় পরিষদের ময়মনসিংহের হালুয়াঘাটে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৮ অক্টোবর উপজেলা পরিষদ গেইটের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহের প্রধান সড়কে দুপুর ১২ টা থেকে শুরু করে ১ টা পর্যন- উক্ত মানববন্ধনের সমাপ্তি ঘোষনা করা হয়। এ সকল দাবি আদায়ে বিসিএস সম্বনয় কমিটি সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে বলে জানায় উপসি’ত আন্দোলরত সকল পযর্ায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ । তাদের ৬ দফা দাবির মধ্যে ১। মন্ত্রনালয়ের সহকারী সচিব/ সিনিয়র সচিব পর্যনত্ম সকল পর্যায়ে সংশিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে, ২। বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেলে পুর্নবহাল করতে হবে, ৩। উপজেলাকে কার্যকর করতে ইউএনও কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করতে হবে, ৪। আত্মঃ ক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। একই সাথে বঙ্গভবন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রীপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রনালয়ে সকল ক্যাডারদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, ৫। নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষন বাতিল করতে হবে, ৬। সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রধান করতে হবে। তাদের কাছ থেকে আরো জানাযায় আগামী ৫ নভেম্বর উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও নীতিনির্ধরকগণের সাথে মতবিনিময় করা হবে। যদি তাদের দাবী না মানা হয় তাহলে ৮ নভেম্বর কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। কেন্দ্রীয় ভাবে ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে একটি গনমূখী, কল্যাণধর্মী কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতেই আমাদের এই আন্দোলন।