শেরপুরে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি: ২৮ অক্টোবর ২০১৫, বুধবার,
শেরপুরে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলায় ইউএনও’র কর্তৃত্ব বাতিল, আনত্মঃ ক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরণের প্রেষণ বাতিল এবং সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর বুধবার দুপুরে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস, শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা ১২টা থেকে একটা পর্যনত্ম অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে প্রজাতন্ত্রের কর্মচারীদের ছয় দফা দাবি বাসত্মবায়নের আহবান জানিয়ে বক্তব্য দেন বিএমএ, শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ. বারেক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এ.টি.এম. মামুন জোস, জেলা সদর হাসপাতালের পরামর্শক (মেডিসিন) ডা. নাদিম হাছান, উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. সেলিম মিঞা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর তালুকদার, সহকারি অধ্যাপক শিব শংকর কারম্নয়া ও মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. আবুল মুনছুর, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারম্ননুর রশীদ, সেবা ইন্সটিটিউটের সিস্টার ইনচার্জ কানিজ ফাতেমা প্রমুখ।
বক্তারা উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানকে ড়্গময়াতন করার জন্যও দাবি জানান। অবিলম্বে ছয় দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে বক্তারা ঘোষণা দেন ।
মানববন্ধনে জেলা সদরে কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।