| দুপুর ১:০১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বেতন-ভাতা বিলে ইউএনও’র স্বাক্ষরের প্রতিবাদে গৌরীপুরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

 

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ঃ ২৮ অক্টোবর ২০১৫, বুধবার,
উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে  বুধবার দুপুরে উপজেলা প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন-ক্যাডার এবং ফাংশনাল সাভির্স সমন্বয় কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তরা ৮ম পে-স্কেল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল এবং উপজেলাকে কার্যকর করতে ইউএনও’র কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করা সহ ৬ দফা দাবি জানান। উক্ত মানববন্ধনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ ছাড়াও বিভিন্ন পেশাজীবি সহ সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের ও কলেজের শিক্ষক-কর্মচারীগণ উপসি’ত ছিলেন। উক্ত মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার), নন-ক্যাডার এবং ফাংশনাল সাভির্স সমন্বয় কমিটির সভাপতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাদিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নত এ হুর, যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, কোষাধ্যক্ষ উপজেলা জনস্বাস’্য কর্মকর্তা আব্দুল মান্নান, সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লায়লা আক্তার, বিআরডিবি কর্মকর্তা আক্তার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, আনসর ভিডিপি কর্মকর্তা মোঃ সোহরাব উদ্দিন, খাদ্য কর্মকর্তা তারাপদ চক্রবর্তী, প্রানী সম্পদ কর্মকর্তা নুরম্নল ইসলাম, সহযোগী অধ্যাপক খান মোহাম্মদ সাজ্জাদ কবির, ড. মোঃ ফজলুল হক, মোঃ সায়েদুর রহমান, উপজেলা স্বাস’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান ফকির, ডা. কাউছার নিগার মায়া, ডা. সাখাওয়াত ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | অক্টোবর ২৮, ২০১৫