বাজিতপুরে ক্যাডার-ননক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ৬ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ ২৮ অক্টোবর ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ক্যাডার-ননক্যাডার ১৬ দপ্তর সমন্বয় পরিষদের উদ্যোগে আজ বুধবার দুপুর ১২.০০ টার দিকে কৃষি কর্মকর্তা আবু মোঃ এনায়েত উলস্নাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা বেতন স্কেলে সিলেকশন ও টাইম স্কেলে পূর্ণবহাল, উপজেলা পরিষদ সংক্রান্ত মন্ত্রী পরিষদ ও কালো আদেশ অবিলম্বে বাতিল করার জন্য নিজিস্ব ক্যাডার-ননক্যাডারদের সার্ভিস বর্হিভূত সকল ধরনের দাবিতে উপজেলা চত্তরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী শেষে ১৬ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মচারীগণ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার মাজেদুল হক সজিব, সমাজ-সেবা কর্মকর্তা মোঃ সেতারম্নজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাদির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ সালমা বেগম প্রমুখ। এদিকে আজ দুপুরে কুলিয়ারচর, নিকলী ও অষ্টগ্রামে অনুরূপ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।