পাকুন্দিয়ায় প্রকৃচি-বিসিএস ক্যাডারদের মানববন্ধন
পাকুন্দিয়া প্রতিনিধি : ২৮ অক্টোবর ২০১৫, বুধবার,
উপজেলা পরিষদের ক্ষমতায়নের নামে ইউএনও এর একক কর্তৃত্ব সংক্রান্ত ষড়যন্ত্রমূলক কালো আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় (আজ) বুধবার ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে প্রকৃচি-বিসিএস নন-ক্যাডার ও ফাংশনাল গ্রুপ সমন্বয় কমিটি।
উপজেলা পরিষদ গেইটের সম্মুখে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে প্রকৃতি-বিসিএস, নন-ক্যাডার ও ফাংশনাল গ্রুপের শত শত কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা সার্ভার স্টেশন প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.আলম আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিয়ার রহমান, সহ-সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা লিয়াকত হোসেন খাঁন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজহারুল ইসলাম পলাশ প্রমুখ।