| সন্ধ্যা ৭:১৮ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লোক লোকান্তর ডেস্ক, ২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার,
কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দের উদ্যোগে ও ময়মনসিংহ দক্ষিন জেলা শাখার আয়োজনে যুবদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের হরিকিশোর রায় রোডস’ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়।
কেক কাটা ও আলোচনা সভায় যুবদল নেতা সাইফুল ইসলাম বাদল এর সভাপতিত্বে ও জগলুল হায়দার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি আবু ওয়াহাব আকন্দ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আতিক, জেলা তাতী দলের সাধারন সম্পাদক জামাল আহম্মেদ।
এসময় আরও উপসি’ত ছিলেন যুবদল নেতা জামান আবেদিন, সাইফুল ইসলাম, সোহেল পাঠান, কাজী সাজ্জাদ, ইবনে খালিদসহ যুবদলের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা সাখার নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।
আলোচনা সভায় বক্ত্যারা বলেন, বাংলাদেশে হত্যা ও গুমের রাজনীতি চলছে। দেশ ও জাতি আজ ভয়াবহ সংকটে পড়েছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে হয়রানী করা হচ্ছে।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা সেই সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রের নায়েক তারেক রহমানের সুসাস- কামনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১১:১৫ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৫