| দুপুর ১:৪৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে দুই স্কুল ছাত্রীকে অপহরণ : আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি

আজহারম্নল হক, গফরগাঁও, ২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রসত্মাবে সাড়া না পেয়ে  মঙ্গলবার দুপুরে কোচিং শেষে ব্যাটারী চালিত অটো রিকসা যোগে বাড়ি ফেরার পথে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের সুবর্ণপুর এলাকা থেকে অটো চালককে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় কয়েক যুবক। পরে সুবর্ণপুর গ্রামের রাব্বি (২১) ও সূরম্নজ (২৫) স’ানীয় আলাল মেলেটারির বাড়িতে নিয়ে দুই শিড়্গার্থীকে অস্ত্রের মুখে আপত্তিকর ছবি ও ভিডিও করে। অপহরনের পর পরেই শিড়্গার্থীদের এক অভিভাবক আলম নামে স’ানীয় একজনের সহায়তায় দুজনকে উদ্ধার করে। এ সময় অপহরনকারী রাব্বি ও সূরম্নজ এ নিয়ে থানা পুলিশ করলে আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। অপহৃত দুজনেই গফরগাঁও পৌর এলাকার রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় স্কুল ছাত্রী সাদিয়ার বাবা বাদি হয়ে দুজনকে আসামী করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
দুই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গফরগাঁও পৌর এলাকার রোসত্মম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মাইজহাটি গ্রামের পরিমল চন্দ্রের মেয়ে দীপা রানী করনী (১৩) ও নাসির উদ্দিনের মেয়ে সাদিয়া সুলতানাকে (১৩) সূবর্ণপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি ও বিলস্নাল হোসেনের ছেলে সূরম্নজ প্রেমের প্রসত্মাব দিয়ে দীর্ঘদিন যাবত স্কুল ও কোচিং সেন্টারে আসা যাওয়ার পথে উক্ত্যক্ত করে আসছিল। এ অবস’ায় গতকাল মঙ্গলবার দুপুরে ওই দুই শিড়্গার্থী পৌর এলাকার ম্যাক্সিস্ট্যান্ড সংলগ্ন প্রয়াস কোচিং সেন্টার থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে বিলস্নাল ও সূরম্নজ তাদের আরো ৪-৫ জন সহযোগির সহায়তায় শিড়্গার্থীদের বহন করা অটো রিকসার চালকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে অপহরন করে। পরে সূবর্নপুর গ্রামের আলাল মেলেটারির বাড়িতে নিয়ে ওই দুই ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও করে। খবর পেয়ে স’ানীয় আলম কয়েক জনের সহযোগিতায় দুই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসার পথে অপহরনকারী বিলস্নাল ও সূরম্নজ এ নিয়ে থানা পুলিশ করলে তাদের তোলা আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়।
গফরগাঁও থানার উপ-পরিদর্শক ওসমান গণি জানান, অভিযুক্তদের ধরতে ঘটনাস’লসহ বিভিন্নস’ানে অভিযান চালানো হয়েছে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদনত্ম শেষে আইনগত ব্যবস’া নেওয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ১০:৪১ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৫