| দুপুর ১:২৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। একইসঙ্গে ওই উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী ২রা নভেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহার  নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আজ দুপুরে হাইকোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আদেশ দেন। উল্লেখ্য, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা লতিফ সিদ্দিকী ছেড়ে দেয়া আসনটিতে আগামী ১০ই নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করেছিল ইসি।

সর্বশেষ আপডেটঃ ৩:১৫ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০১৫