| দুপুর ১:১৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রোলারকোস্টারে অর্ধশতাধিক বিবস্ত্র নারী-পুরুষ

অনলাইন ডেস্ক | ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,

ক্যান্সার চিকিৎসার তহবিল গঠনে অদ্ভুত এক উদ্যোগে সাড়া দেন অর্ধশতাধিক বৃটিশ নারীপুরুষ। সবাই বিবস্ত্র হয়ে ওঠেন রোলারকোস্টার রাইডে। নগ্ন এ রোলারকোস্টার রাইড দেখতে যে মানুষের ভীড় জমেছিল তা বলাই বাহুল্য। এর সুবাদে সাউথএন্ড হাসপাতালের দাতব্য ফাউন্ডেশনের জন্য ১০ হাজার পাউন্ডেরও বেশি অর্থ উত্তোলন করতে পেরেছেন আয়োজকরা। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। নগ্ন রোলারকোস্টার রাইডে অংশ নিতে বৃটেনের বিভিন্ন স্থান থেকে ৫৭ জন নারী পুরুষ হাজির হন সাউথএন্ড অ্যাডভেঞ্চার আইল্যান্ডে। সম্পুর্ন বিবস্ত্র হয়ে উঠে পড়েন রোলারকোস্টারে। আইল্যান্ডের পরিচালক অ্যান্ড্রু রেনটন বলেন, দারুন একটা দিন ছিল। স্মরণীয় একটা কিছু করার জন্য এ উদ্যোগে অংশ নেয়া মানুষগুলো দিনটি অত্যন্ত উপভোগ করেছে। সাউথএন্ড হাসপাতাল চ্যারিটেবল ফাউন্ডেশনের লুসি থমাস ক্লেটন বলেন, সম্পুর্ন আগন্তুক ব্যক্তিদের সামনে, বিশেষ করে বিশ্ব মিডিয়ার সামনে নিজের সব পোশাক খুলে ফেরতে অনেক বেশি সাহসের প্রয়োজন। যারা মহৎ একটি উদ্দেশ্যর জন্য এটা করতে সাহস দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, সবথেকে বেশি বিবস্ত্র মানুষের অংশগ্রহণে রোলারকোস্টার রাইডের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটিও সাউথএন্ড অ্যাডভেঞ্চার আইল্যান্ডের দখলে। ২০১০ সালের ওই রেকর্ডে বিবস্ত্র হয়েছিলেন ১০২ জন নারী-পুরুষ।

সর্বশেষ আপডেটঃ ৬:২৬ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০১৫