| দুপুর ১২:৫১ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী গারো পাহাড়ে বন্য হাতির তান্ডব নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,
শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের গারো পাহাড়ি এলাকায় গত কয়েকদিন যাবত ভারত থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দল তান্ডব চালাচ্ছে। এতে করে সীমান্তবর্তী পাহাড়ি মানুষ আতংকিত হয়ে পড়েছে। জনমনে দেখা দিয়েছে ভীতি ও অশানি-র কালোছায়া। হাতির আগমনে সীমান-বর্তী এ অঞ্চলের মানুষ অতি কষ্টে রোপণকৃত আমন ধান হাতির কবল থেকে রক্ষার্থে নির্ঘুম রাত জাগার প্রস’তি নিয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, ২৩ অক্টোবর গভীর রাতে ভারতের গভীর অরণ্য থেকে ৩০/৪০ টির এক বন্য হাতির দল ঝুলগাঁও গ্রাম অতিক্রম করে রাজা পাহাড়ে অবস’ান নিয়েছে। ভারত থেকে হাতি আসার সময় ঝুলগাঁও এলাকা পেরিয়ে পার্শ্ববর্তী হাতিবর গ্রামের কৃষক একুল মিয়ার ১০ কাঁঠা, আঃ রউফের ৮ কাঁঠা, গনি মিয়ার ১০ কাঁঠা, নুর আলমের ১০ কাঁঠা ও তাহের মিয়র ১ একর জমির কাঁচা আমন ধান খেয়ে সাবার করেছে। ২৪ অক্টোবর সকাল থেকে ওই এলাকার লোকজন হাতি তাড়াতে জীবনের ঝুঁকি নিয়ে দলবদ্ধভাবে লাঠি সোডা ও কেরোসিন মশাল জ্বালিয়ে চেষ্টা করে যাচ্ছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল ২৩ অক্টোবর রাতে ভারত থেকে বন্য হাতির দল এ এলাকায় প্রবেশ করে অনেক কৃষকের কাঁচা আমন ধান খেয়ে সাবার করেছে। আমরা আজ রাতে দলবদ্ধভাবে লাঠি সোডা, লোহার রড, টর্চ লাইট এবং কেরোসিন মশাল জ্বালিয়ে হাতি তাড়াব। যাতে করে হাতি কবলিত এ অঞ্চলের সাধারণ কৃষকের জান মালসহ আমন ধান রক্ষা পায়।

সর্বশেষ আপডেটঃ ৬:০৪ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০১৫