| দুপুর ২:১২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে নিহত মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবি ২ শিশু সন্তানের হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বাজিতপুর সংবাদদাতাঃ  ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন  সোমবার বিকালে বাজিতপুরের গোথালীয়া গ্রামে গেলে নিহত মোবারক ভূইয়া(৪৮) হত্যাকান্ডের সঙ্গে জড়িত স্বীকৃত ভূইয়া, বাদল ভূইয়া, নয়ন ভূইয়া, ভোলন ভূইয়া, রোহুল আমিন ভূইয়া সহ ১০-১৫জন সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানান। একই সঙ্গে স’ানীয় এমপির উপসি’তিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। নিহত মোবারক ভূইয়ার ঢাকা ভিকারুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর পড়-য়া শিশু কণ্যা নূরেহায়াত মোহনা(১০) ও ঢাকা রোজবার্ড কিন্টার গার্ডেনের পড়-য়া নার্সারী ছেলে জিদান ভূইয়া(৬) কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, তার বাবার হত্যা কারীদের ফাঁসির দাবি করেন।  স’ানীয় এমপি আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, নিহত মোবারক ভূইয়াকে যারা খুন করেছে পুলিশ প্রশাসনকে দ্রুত গতিতে গ্রেফতার করার তাগিদ দেন। এবং মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর স্থায়ীভাবে গঠন করে দিবেন বলে এলাকাবাসির কাছে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সমাবেশে উপসি’ত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম, আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন মাষ্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী মস্তুফা কামাল প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৬:০০ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০১৫