তারাকান্দায় বি.এন.পির ৯ নেতাকর্মী জেলহাজতে

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,
তারাকান্দা উপজেলা বি.এন.পির ৯ নেতাকর্মীকে নাশকতা মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, তারাকান্দা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলা এজাহারনামীয় আসামী উপজেলা বি.এন.পির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম মন্ডল, বালিখাঁ ইউনিয়ন বি.এন.পির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোসত্মাক আহম্মেদ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা আবু সাঈদ, জুয়েল মন্ডল, মাসুদ মন্ডল, সারোয়ার ও এম আর খান সোমবার ময়মনসিংহের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিটফুল ইসলাম এর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।