তারাকান্দায় স্কুলছাত্রী অপহরণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,
তারাকান্দা উপজেলার পলস্নীতে ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহৃত ছাত্রীর পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বিষকা ইউনিয়নের মেছেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী(১২) গত ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে উৎপেতে থাকা মেছেরা গ্রামের আলীম হকের পুত্র নাজমুল হক(২২) সহ তার সহযোগীরা অপহরণ করে। এ ব্যাপারে অপহৃত ছাত্রীর চাচা শইকুল ইসলাম বাদী হয়ে নাজমুল হক ও ৩জনের নাম উলেস্নখ সহ অজ্ঞাত ৪/৫জনের বিরম্নদ্ধে তারাকান্দা থানায় মামলা দায়ের করে।