| দুপুর ১২:৪২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে হারুন হত্যার দায়ে ৩ সহোদরসহ ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড

 

স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,
ময়মনসিংহ সদরে ডাঃ হারুন-অর রশিদ (৩৫) হত্যা মামলার রায়ে তিন সহোদরসহ ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক জহিরুল কবীর। আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামের হোসনে আলীর ৩পুত্র আবু তাহের, আবুল কালাম, আবু সাঈদ এবং একই এলাকার আবদুল কুদ্দছ, রফিকুল ইসলাম, আবদুল জব্বার, লাল মিয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালে ১১ নভেম্বর বিকাল ৫টায় ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন বাজারে বাজার কমিটি নিয়ে বিরোধে জের ধরে আসামীরা হামলা চালিয়ে হোমিও ডাক্তার হারুন অর- রশিদ (৩৫) কে খুন হয়। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মামনুর রশিদ বাদী হয়ে সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন- শেসে উল্লেখিত আসামী ৭ জনের বিরুদ্ধে চাজসীট প্রদান করলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক ৭জনকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্র পক্ষে এপিপি এড, আবুল কাশেম মুসা ও বাদী পক্ষে এড. আতাহার হোসেন চৌধুরী মামলাটি পরিচালনা করেন। #

সর্বশেষ আপডেটঃ ৫:০০ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০১৫