| দুপুর ১২:৩২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাকুন্দিয়ায় অস্বাস্থ্য ও নোংরা পরিবেশ, বেকারীর মাল জব্দ, জরিমানা

 

পাকুন্দিয়া প্রতিনিধি : ২৬ অক্টোবর ২০১৫, সোমবার,
অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাওয়ার অনুপযোগি খাদ্য উৎপাদন, বিএসটিআই এর অনুমোদনবিহীন মান চি‎‎হ্ন ব্যবহার ইত্যাদি অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌরসদর বাজারের মেসার্স ঢাকা বেকারী’র প্রস্ততকৃত সকল পণ্য জব্দ করে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

(আজ) সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার ও বিএসটিআই এর কিশোরগঞ্জ অঞ্চলের পরিদর্শক পূজন কর্মকারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত সরেজমিনে পরিদর্শন করে এ রায় দেন।

পরে প্রস্ততকৃত প্রায় লক্ষাধিক টাকার রুটি, কেক, বিস্কুট ইত্যাদি পণ্য ধ্বংস করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০১৫