| রাত ৩:২৫ - মঙ্গলবার - ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ত্রিশালের সাবেক জাপা এমপি মানিকসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৫ অক্টোবর ২০১৫, রবিবার,
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ, লুন্ঠন, ধর্মানত্মরিত করণসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় পার্টি (এরশাদ)’র সাবেক জাতীয় সংসদ সদস্য আনিসুর রহমান মানিক ও তার ভাই মুকলেছুর রহমান মুকুলসহ ৫ জনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে ত্রিশাল উপজেলার বারইগাঁও গ্রামের হাফিজ উদ্দিন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক মিটফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার অন্য আসামীরা হলো-ত্রিশালের রিয়ার্তা গ্রামের শামছুল হক ফকির ও তার ভাই সুলতান আহাম্মদ ফকির এবং একই গ্রামরে সাইদুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক ১৯৭১ সালে ১০ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা আ: হামিদ হামনকে বাড়ি থেকে ধরে ক্যাম্পে নিয়ে অমানুষিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে। এছাড়া বহু মানুষকে হত্যা করে গণকবর, লুণ্ঠন, বাড়িঘরে অগ্নিসংযোগ, হিন্দু সমপ্রদায়ের লোকজনকে জোর করে ধর্মানত্মরিতরকণসহ অসংখ্য অভিযোগ রয়েছে মামলার আসামীদের বিরুদ্ধে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযুষ কানিত্ম সরকার জানান, মামলায় ১৬ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক মিটফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করেছেন। বাদির পক্ষে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট পিযুষ কানিত্ম সরকার ও অ্যাডভোকেট সাদিয়া আফসানা লিনা মামলাটি আদালতে উপস’াপন করেন।
তবে মামলাটি ষড়যন্ত্র মূলক দাবী করে সাবেক জাতীয় সংসদ সদস্য আনিছুর রহমান মানিক বলেন, আমাকে আটকানোর জন্যই এ মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহের সকলেই জানেন ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা হওয়ার পর ২৩ দিন আমিসহ অনেকে ময়মনসিংহের দায়িত্ব পালন করেছি। তিনি আরো বলেন একটি মহল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার ছোট ভাই নিশ্চিত চেয়ারম্যান হবে জেনে এ ষড়যন্ত্র মূলক মামলা দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১১:২৪ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০১৫