ফ্রান্সে মারাত্মক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত
অনলাইন ডেস্ক | ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
ফ্রান্সে গত তিরিশ বছরের মধ্যে সবচেয়ে মারত্মক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন লোক নিহত হয়েছে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বর্দো শহরের উত্তরে পুইসিগুইন গ্রামে একটি বিপজ্জনক মোড়ে একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই গাড়ি দুটিতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে আগুনে পুড়েই অধিকাংশের মৃত্যু হয়েছে। এটি ১৯৮২ সালের পর ফ্রান্সে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচজন যাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন এবং তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত পরিবহন দুটির চালক দুজনও এই দুর্ঘটনায় মারা গেছেন। দুঘটনা কবলিত বাসটিতে চালক ও ৪৯ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের সকলেই ছিলেন বয়স্ক লোকজন। এরা একটি অবসরপ্রাপ্ত লোকদের একটি সংঘের সদস্য। শুক্রবার সকালে দুঘটনাস্থলের কাছাকাছি একটি গ্রাম থেকে তারা পার্শ্ববর্তী লান্দে বেড়াতে যাচ্ছিলেন। যাত্রা করার অল্পক্ষণ পরেই বাসটি দুর্ঘটনায় পড়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনা কবলিত লরিটি কাঠ বহন করছিল।
রাষ্ট্রীয় সফওে অ্যাথেন্স অবস্থানরত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এই ঘটনার মোকাবেলায় সরকারের তরফ থেকে সম্ভাব্য সব কিছু করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরবেন কিনা তা জানা যায়নি।
পরিবহন মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী মানুয়েল ভল্স, স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাদ কাজেনুভ ও পরিবহনমন্ত্রী আলেন ভিদালিস দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। (বাসস)