কাকনী ইউপি নির্বাচন সামনে রেখে যুবলীগ নেতার ব্যাপক প্রচারণা
রফিক বিশ্বাসঃ ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালিয়ে নিজেদের স’ান করে নেওয়ার চেষ্টা করছে। জাতীয় দৈনিকে ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে প্রতিবেদন প্রকাশের পর সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে উঠেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান প্রার্থীদের পদচারণা মুখরিত হয়ে উঠেছে এবং ব্যানার, পোষ্টারের মাধ্যমে ইউনিয়ন বাসীর দো’আ ও সমর্থন প্রত্যাশা করে প্রচার প্রচারণা শুরু করেছে। উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পাড়া-গ্রাম, ওয়ার্ড ঘুরে ইউনিয়ন বাসীর দো’আ ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট্য সমাজ সেবক, মিষ্টভাষী, দুই বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য মরহুম কছিম উদ্দিন এর সুযোগ্য পুত্র তারাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের সাবেক নির্বাচিত জিবি সদস্য মোঃ কামরুজ্জামান চানু। গতকাল শুক্রবার তাহার কার্যালয়ে এ প্রতিনিধির সাথে কথা হলে কামরুজ্জামান চানু বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে কাকনী ইউনিয়নের একজন প্রার্থী হিসাবে দো’আ ও সমর্থন প্রত্যাশী। একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুবিজের আদর্শের সৈনিক, জননেত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং ফুলপুর-তারাকান্দা সংসদীয় আসনের মাননীয় এম.পি. শরীফ আহম্মদ এর আস-াভাজন সংগ্রামী যুবনেতা কামরুজ্জামান চানু ইউনিয়নের একটি পরিচিত নাম। তিনি গরীব দুঃখী, অসহায় মানুষের পাশে থেকে সাদ্যমত ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করে আসছে। কামরুজ্জামান চানু আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি নৌকা প্রতীকের একজন কান্ডারী। আশা করি সামনে ইউপি নির্বাচনে আমাকে কাকনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দল মনোনয়ন দিবে। একাধিক ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামী নির্বাচনে কামরুজ্জামান চানুকে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দল দেবে। কামরুজ্জামান চানু দলের নিবেদিত প্রাণ হিসেবে ইউনিয়ন ব্যাপি দলীয় ব্যানার, পোষ্টার, প্যানা সহ নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।