| দুপুর ১২:৪৩ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি সাহিত্যিকদের মিলনমেলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কক্ষে শুক্রবার শতাধিক বিশিষ্ট্য কবি সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট্য কবি সাহিত্যিকদের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর মহা-পরিচালক কবি আবদুল মান্নান।
কবি সাহিত্যিকদের মিলনমেলায় বিশিষ্ট্য কবি ও সাহিত্যিক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক প্রফেসর নূরম্নল করিম নাসিম, কবি অনিন্দ্য তুহিন, কবি আলফ্রেড খোকন, কবি আবদুর রাজ্জাক, কবি আসাদ মান্নান, কবি আযাদ নোমান, কবি আশরাফ রোকন, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি ইমরান মাঝি, কবি এমরান কবি, কবি এহসান হাবীব, কবি কামরম্নজ্জামান কামু, কবি কাজী নাসির মামুন, কবি কামাল আজাদ, কবি কিশোর মাহমুদ, কবি খালেক চৌধুরী, কবি চঞ্চল মাহমুদ, কবি চাঁদনী মাহরম্নবা, কবি জাহানারা পারভীন, কবি জাহিদ সোহাগ, কবি জিয়াবুল ইবন, কবি তুষার কবির, কবি তিথি আফরোজ, কবি দ্বিত্ব শুভ্রা , কবি নাজিব তারেক, কবি নিখিল নওশাদ, কবি পলাশ দত্ত, কবি মজিদ মাহমুদ, কবি ফেরদৌস মাহমুদ, কবি মনিরম্নজ্জামান মিন্টু, কবি মোসত্মাক আহমেদ দীন, কবি রোকসানা আফরীন, কবি শামীম রেজা, প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ৯:২০ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০১৫