নেত্রকোনার দুর্গাপুরে হিন্দু ব্যবসায়ি দম্পতি খুন

তোবারক হোসেন খোকন, ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার দিন দুপুরে ধর্নাঢ্য ব্যবসায়ি দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৌর শহরের বড় বাজারে সুবর্না পস্নাজার নিজ বাস ভবনের বেডরম্নমের তৃতীয় তলায় জোড়া খুনের ঘটনাটি ঘটে। একই পরিবারের ২জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি পুর্বশত্রম্নতার জের ধরে ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।
পুলিশ ও পরিবার সুত্র জানায়, ঘটনার দিন, দুপুর ২টায় পাশ্ববর্র্তী বসবাসরত ছোট ভাই অজিত কুমার সাহার স্ত্রী সুচিত্রা রানী সাহা (৫৫) এর তার ভাসুরের কোন সাড়াশব্দ না পেয়ে খোঁজ নেয়ার জন্য তৃতীয় তলায় যায়। সে দরজা ধাক্কা দিয়ে দেখে তার ভাসুর কাপড় ব্যবসায়ি ও সুবর্না বস্ত্রালয়ের মালিক অরম্নন কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহা (৬৫)‘র রক্তাক্ত মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। লাশ দেখে ডাক-চিৎকার শুরম্ন করে। পরে আশপাশের লোকজন ছুটে আসে এবং ঘটনা দেখে দুর্গাপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করে সুষ্ট তদনেত্মর সার্থে বেডরম্নম নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করে রাখে। দম্পত্তি দ্বয়ের শরীরের বিভিন্ন স’ানে ড়্গতের চিহ্ন বয়েছে। ঘটনার সময় তাঁর সনত্মান সুজিত সাহা ঢাকায় অবস’ান করছিলেন। ঘটনার খবর পেয়ে স’ানীয় সাংসদ ছবি বিশ্বাস ঘটনাস’ল পরিদর্শন করে সুবর্না পস্নাজার সামনে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ঘটনাটি অত্যনত্ম দুঃখজনক। আগামী ২৪ঘন্টার মধ্যে অপরাধী চিহ্নিত করে গ্রেফতার এর নির্দেশ দেন। অন্যদিকে, স’ানীয় পুজা উদযাপন পরিষদ, বিজয়া দশমীর সকল আনুষ্ঠানিকতা বর্জন করে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টানত্মমুলক শাসিত্মর দাবী জানিয়ে প্রতিমা বিসর্জন করেন।
এব্যাপারে, দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, জোড়া খুনের ঘটনার তদনত্ম চলছে।