| দুপুর ১২:২৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ত্রিশালে আমন ধানের ক্ষেতে পোকার আক্রমণ কৃষক দিশেহারা, তথ্য নেই কৃষি অফিসে

ত্রিশাল প্রতিনিধি, ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের ত্রিশালসহ বিভিন্ন উপজেলায় ব্যাপকভাবে আমন ধানের পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমনের সাথে সাথে ধান ক্ষেতে পটাশ ও সালফারের অভাবে এ বছরও আমন ধান ক্ষতিগ্রস’ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকদের অভিযোগ। ত্রিশালের সচেতন কৃষকরা পোকার আক্রমন হওয়ার কারণ নির্ণয়ে মাটি পরীক্ষা করার দাবী জানিয়েছেন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ক্ষেত পরিদর্শন করে প্রয়োজনীয় কীটনাশক ও সার প্রয়োগের পরামর্শ দিচ্ছেন।
সরেজমিন কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, ত্রিশাল উপজেলার বালিদিয়া, জিলকি, কানিহারি, সেনবাড়ী, বাঘাদারিয়া, চরপাড়া, বালিপাড়াসহ বেশকিছু এলাকায় আমন ধান ড়্গেতে ব্যাপকভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পাতা মোড়ানো পোকা নামে পরিচিত এ পোকাটি গাছের পাতার রস চুষে নেয়ায় ধান গাছ মরে শুকিয়ে যাচ্ছে। এছাড়াও পটাশ ও সালফারের অভাবেও অনেক ধান ড়্গেত ড়্গতিগ্রস’ হয়েছে। চোখের সামনে ঘাম ঝরানো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
কৃষকরা জানান, প্রতি বছরই আমন কিংবা বোরো ধানে পোকার আক্রমন দেখা দেয়। কীটনাশক ব্যবহার করলেও কোন ফল পাওয়া যায় না। বাধ্য হয়েই মরা ধান ড়্গেত কেটে গরম্নকে খাওয়াতে হচ্ছে। কানিহারী গ্রামের সেলিনা আক্তার বলেন, আমার ৩ একর জমির মধ্যে প্রায় ২ একর জমিতে পোকার আক্রমন দেখা দিয়েছে। কীটনাশক ব্যবহার করে কোন ফল পাওয়া যাচ্ছে না।
নজরম্নল ইসলাম বলেন, আমাদের ছেলে মেয়ে নিয়ে কি করে খাবো সেটি ভাবছি। আমরা এই ফসলের উপরে নির্ভর করেই চলি।
বালিদিয়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, ৪ বার কীটনাশক স্প্রে করেও কোন ফল পাইনি। এখন আরো বেশী করে ড়্গেত আক্রানত্ম হচ্ছে।
এদিকে বারবার একই এলাকায় পোকার আক্রমন দেখা দেয়ায় ধান ড়্গেতের মাটি পরীড়্গার দাবী কৃষক নেতাদের।
ত্রিশাল উপজেলার বালিদিয়া বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, আক্রানত্ম ধান ড়্গেতে মারশাল, ডাচবান কীটনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। যারা আমাদের পরামর্শ মতো কীটনাশক ব্যবহার করেছেন তারা ফল পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান বলেন, ত্রিশাল উপজেলায় এ বছর ১৮ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। তবে পোকায় ড়্গতিগ্রস’ ধান ড়্গেতের কোন হিসাব এখনও নেই। তবে কতটুকু জমিতে পোকার আক্রমন দেখা দিয়েছে তা নির্ধারনের কাজ চলছে। কৃষকদের সাথে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কথা বলছেন আমরাও কৃষকদের পরামর্শ দিচ্ছি।
এদিকে ফুলপুর ও তারাকান্দা উপজেলায় আমন ধানের পাতা লাল ও পাতা মোড়ানো রোগ আক্রান্ত হতে দেখা গেছে বিস-ীর্ণ এলাকা । ##

সর্বশেষ আপডেটঃ ৯:০৫ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০১৫