| দুপুর ১:৩২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে এপেক্সে ক্লাবের বৃক্ষরোপন

 

এএইচএম মোতালেবঃ  ২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার,
জাতীয় বৃক্ষরোপন/বৃক্ষমেলা/২০১৫ উপলক্ষে জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষনে এপেক্স ক্লাব অব ময়মনসিংহ এর উদ্যোগে জেলা প্রশাসন, বনবিভাগ, কৃষিবিভাগ, ময়মনসিংহ পৌরসভার সহযোগিতায় বৃড়্গরোপন উপ-কমিটির ব্যবস’াপনায় সাংবাদিক এএইচএম মোতালেব এর সৌজন্যে মেহগিনি সড়কে বৃক্ষরোপন করা হয়।

বৃক্ষরোপন করার পূর্বে এর শোভাযাত্রা মেহগিনি সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় এপেক্স এডঃ নুরম্নর রহমান, এপেক্স বংলাদেশ এর লাইফ গভর্নর আশরাফুল হক মানিক, এপেক্স জাতীয় সেবা পরিচালক আসাদুজ্জামান কাঞ্চন, এপেক্স রুহুল মঈন চৌধুরী, এপেক্স মোঃ রওশন আলম চৌধুরী বাচ্চু, এপেক্স রায়হান চৌধুরী গন বৃক্ষরোপনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সকল বৃক্ষপূর্নাঙ্গ রূপ পেলে এ অঞ্চলে বন্যপ্রাণী বেজী, গুইসাপ, সাফ, পরিবেশ বান্ধবপাখী, শকুন, শংকচিল, টিয়া, তিলাঘুঘুসহ নানা ধরনের পাখির সমাগম হবে এবং পর্যটকদের আনাগোনা নানাভাবে বৃদ্ধি পাবে। নির্মল বাতাসের মধ্যে দিয়ে সুন্দর মনোরম পরিবেশ এর সৃষ্টি হবে। পরিবেশ বান্ধব বৃক্ষরোপনের মাধ্যমে বন্যপ্রাণী খুব সহজেই সংরক্ষন করা সম্ভব।

সর্বশেষ আপডেটঃ ৮:৪২ অপরাহ্ণ | অক্টোবর ২৩, ২০১৫